আলংকারিক কর্তা কাকে বলে | আলঙ্কারিক কর্তা
আলংকারিক কর্তা
কোনো কোনো ব্যাকরণবিদ আলংকারিক কর্তা নামে কর্তৃ কারকের একটি নতুন শ্রেণিবিভাগের কথা বলছেন। বাক্যকে সুন্দর করার স্বার্থে অনেক সময় জড় বস্তুতে প্রাণধর্ম আরোপ করে সেই জড়কে কর্তা রূপে ব্যবহার করা হয়। এমন হলে সেই কর্তাকে বলা হয় আলংকারিক কর্তা। নিচে আলংকারিক কর্তার উদাহরণ সহ বিষয়টি বোঝানো হল।
আলংকারিক কর্তার উদাহরণ
১: আকাশ কেন ডাকে? -- আকাশ
২: প্রকৃতি ডাক দিয়েছে। -- প্রকৃতি
৩: চাঁদ হাসছে। -- চাঁদ
৪: মেঘের কোলে রোদ হেসেছে। -- রোদ
৫: পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান।-- পাহাড়
৬: চিতাকাঠ ডাকে : আয় আয়। -- চিতাকাঠ
লক্ষণীয় বিষয় হল আলংকারিক কর্তা সাধারণত কবিতা ও গানেই দেখা যায়। এর কারণ গান ও কবিতাতেই অলংকারের প্রয়োগ হয়, সৌন্দর্য সৃষ্টির প্রয়োজন হয়। আলংকারিক কর্তা সাধারণত জড় বস্তু হয় এবং অলংকরণের উদ্দেশ্যে তাতে প্রাণসঞ্চার করা হয়। আলংকারিক কর্তা ও সাধন কর্তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। সাধন কর্তাও জড় বস্তু হয়, আলংকারিক কর্তাও জড় বস্তু হয়, কিন্তু সাধন কর্তা প্রকৃতপক্ষে করণ হয়, আলংকারিক কর্তা তা হয় না। আলংকারিক কর্তায় জড় বস্তুতে প্রাণধর্ম আরোপিত হয়, সাধন কর্তার ক্ষেত্রে তা হয় না।
মন্তব্যসমূহ