সমস্যমান পদ কাকে বলে

 সমস্যমান পদ

সমাস শিখতে হলে প্রথমেই শিখতে হবে সমাসের প্রতিটি পরিভাষা। সমাসের প্রধান পরিভাষাগুলি হল সমস্তপদ, সমস্যমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ, পরপদ প্রভৃতি। এখানে আমরা জানবো সমস্যমান পদ কাকে বলে। 

সমাসে যে পদগুলি মিলিত হয়, তাদের বলে সমস্যমান পদ। মনে রাখতে হবে, নিজেদের মধ্যে অর্থের সম্পর্ক না থাকলে তারা সমস্যমান পদ হতে পারবে না। নিচে উদাহরণের মাধ্যমে সমস্যমান পদ বিষয়টি বোঝানো হলো।

সমস্যমান পদের উদাহরণ

১: নীল যে আকাশ = নীলাকাশ। -- এখানে সমস্যমান পদ দুটি হল 'নীল' ও 'আকাশ'।
২: রাজার পুত্র = রাজপুত্র। -- এখানে 'রাজার' ও 'পুত্র' হল সমস্যমান পদ।
৩: মীনের অক্ষির ন্যায় অক্ষি যার = মীনাক্ষি। -- এখানে 'মীনের' ও 'অক্ষি' পদদুটি সমস্যমান পদ।

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অনুকার অব্যয় কাকে বলে | ধ্বন্যাত্মক শব্দ ও অনুকার শব্দের পার্থক্য

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

কারক ও বিভক্তি এবং অনুসর্গ: বিস্তারিত আলোচনা | কারক

সমাসের প্রশ্নোত্তর | ব্যাসবাক্য সহ সমাস নির্ণ

ব্যতিহার কর্তা কাকে বলে