সন্ধি বিচ্ছেদ | সন্ধি বিচ্ছেদের তালিকা

সন্ধি বিচ্ছেদ: উদাহরণ

ইতিপূর্বে আমরা স্বরসন্ধিব্যঞ্জনসন্ধি ও  বিসর্গসন্ধির     বিস্তারিত আলোচনা পৃথক ভাবে করেছি। এই তিনটি অধ্যায়ে সূত্রের পাশাপাশি কিছু উদাহরণ‌ও দেওয়া হয়েছে।  কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই পোস্টে আলাদা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধিবিচ্ছেদের উদাহরণ একত্রিত করে প্রকাশ করা হলো। এখানে সন্ধিববদ্ধ শব্দগুলি বর্ণানুক্রমে সাজানো হলো, যাতে সহজেই প্রয়োজনীয় সন্ধিবিচ্ছেদটি খুঁজে পাওয়া যায়। এই তালিকায় আপনার প্রয়োজনীয় সন্ধিবিচ্ছেদটি খুঁজে না পেলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, আমি উত্তর দেবো।
ADVERTISEMENT


সন্ধি বিচ্ছেদের তালিকা

  1. অক্ষৌহিণী ----- অক্ষ + ঊহিনী
  2. অখিলেশ ------- অখিল + ঈশ
  3. অজন্ত ----------- অচ্ + অন্ত
  4. অত‌এব --------- অতঃ + এব
  5. অদ্যাবধি  ------- অদ্য + অবধি
  6. অধমর্ণ ---------- অধম + ঋণ
  7. অধ্যাদেশ ------- অধি + আদেশ
  8. অন্বয় ------------ অনু + অয়
  9. অন্বেষণ --------- অনু + এষণ
  10. অবচ্ছেদ -------- অব + ছেদ
  11. অবিন্ধন --------- অপ্ + ইন্ধন
  12. অবেক্ষণ -------- অব + ঈক্ষণ
  13. অব্জ   ------------ অপ্ + জ (মানে জলজ)
  14. অভ্যুত্থান -------- অভি + উত্থান
  15. অলঙ্কার --------- অলম্ + কার
  16. অহরহ ----------- অহঃ + অহঃ
  17. অহর্নিশ ---------- অহঃ + নিশা
  18. আবিষ্কার -------- আবিঃ +কার
  19. আদ্যোপান্ত ----- আদ্য + উপান্ত (অ+উ = ও)
  20. আরেক ---------- আর + এক
  21. আশ্চর্য ----------- আ + চর্য (বিসর্গ নেই)
  22. উচ্ছৃঙ্খল -------- উদ্ + শৃঙ্খল **
  23. উচ্ছ্বাস  ----------- উদ্ + শ্বাস
  24. উজ্জ্বল ----------- উদ্ + জ্বল
  25. উড্ডীন  ----------- উদ্ + ডীন
  26. উত্তমর্ণ ------------ উত্তম + ঋণ
  27. উত্তমাশা --------- উত্তম + আশা
  28. উত্তম্ভ -------------- উৎ + স্তম্ভ
  29. উত্থান ------------- উদ্ + স্থান
  30. উদ্ধার -------------- উদ্ + হার
  31. উদ্ধৃত -------------- উদ্ + হৃত
  32. উন্মেষ ------------- উদ্ + মেষ
  33. উল্লিখিত ---------- উদ্ + লিখিত
  34. উৎকৃষ্ট ------------- উৎকৃষ্ + ত
  35. ঋণার্ণ ------------- ঋণ + ঋণ
  36. একচ্ছত্র ---------  এক + ছত্র
  37. একাদশ --------- এক + দশ
  38. একোন ----------- এক + ঊন
  39. কর্মোদ্যম --------- কর্ম + উদ্যম
  40. কিঞ্চিন্মাত্র ------- কিঞ্চিৎ + মাত্র
  41. কিন্তু --------------- কিম্ + তু
  42. কুলটা ------------  কুল + অটা
  43. কুলাঙ্গার --------- কুল + অঙ্গার
  44. কৃষ্টি ---------------- কৃষ্ + তি
  45. ক্ষিতীশ ----------- ক্ষিতি + ঈশ
  46. ADVERTISEMENT
  47. ক্ষুধার্ত ------------ ক্ষুধা + ঋত
  48. গঙ্গোদক --------- গঙ্গা + উদক
  49. গত্যন্তর ----------- গতি + অন্তর
  50. গন্তব্য ------------- গম্ + তব্য
  51. গবাক্ষ ------------ গো + অক্ষ
  52. গবেন্দ্র ------------ গো + ইন্দ্র
  53. গায়ক ------------- গৈ + অক
  54. চলোর্মি  ---------- চল + ঊর্মি
  55. চিন্ময় ------------- চিৎ + ময়
  56. ছন্দোবদ্ধ --------- ছন্দঃ + বদ্ধ
  57. জনাদেশ --------- জন + আদেশ
  58. জনৈক ------------ জন + এক
  59. জলাশয় ---------- জল + আশয়
  60. ণিজন্ত ------------- ণিচ্ + অন্ত
  61. তজ্জন্য ----------- তদ্ + জন্য
  62. তট্টীকা ------------ তদ্ + টীকা
  63. তদ্ধিত ------------- তদ্ +হিত
  64. তদ্রূপ ------------- তদ্ রূপ
  65. তন্বী  --------------- তনু + ঈ
  66. তরুচ্ছায়া -------- তরু + ছায়া
  67. তস্কর  ------------- তদ্ + কর
  68. দংশন ------------- দন্ + শন
  69. দিগ্‌গজ ---------- দিক্ + গজ
  70. দ্যুলোক ---------- দিব্ + লোক
  71. ধনাঢ্য ------------- ধন + আঢ্য
  72. ধনুর্বাণ ------------ ধনুঃ + বাণ
  73. ধনুষ্টংকার -------- ধনুঃ + টঙ্কার
  74. ধনুষ্পাণি --------- ধনুঃ + পাণি
  75. ধীরোদাত্ত -------- ধীর + উদাত্ত
  76. ধ্বন্যাগম --------- ধ্বনি + আগম
  77. নগেন্দ্র ------------ নগ + ইন্দ্র
  78. নবোঢ়া  ---------- নব/নবা + ঊঢ়া
  79. নয়ন ------------- নে + অন
  80. নিরন্ন  ------------ নিঃ + অন্ন
  81. নিরপেক্ষ ------ নিঃ + অপেক্ষ
  82. নিরবধি --------- নিঃ + অবধি
  83. নিরস্ত্র  ----------- নিঃ + অস্ত্র
  84. নিশ্চিত ---------- নিঃ + চিত
  85. নিষ্কর  ----------- নিঃ + কর
  86. নিষ্ঠান্ত ----------- নিষ্ঠা + অন্ত
  87. নীরক্ত ----------- নিঃ + রক্ত
  88. নীরব ------------ নিঃ + রব
  89. নীরস ------------ নিঃ + রস
  90. নীলোৎপল ----- নীল + উৎপল
  91. পদোন্নতি ------- পদ + উন্নতি
  92. পবিত্র ----------- পো + ইত্র
  93. পয়ঃপ্রণালী ---- পয়ঃ + প্রণালী
  94. পরন্তপ --------- পরম্ + তপ
  95. পরস্পর -------- পর + পর
  96. পরিষ্কার --------- পরি + কার
  97. পর্যন্ত  ------------ পরি + অন্ত
  98. পশ্বধম ----------- পশু + অধম
  99. পিত্রনুমতি ------- পিতৃ + অনুমতি
  100. পিত্রাদেশ --------  পিতৃ + আদেশ
  101. পিত্রালয় ---------- পিতৃ + আলয়
  102. পুংশ্চাতক -------- পুম্ + চাতক
  103. পুংস্কোকিল ------ পুম্ + কোকিল
  104. পুনরপি ------------ পুনঃ + অপি
  105. পুন্নাম -------------- পুৎ + নাম
  106. পুরস্কার ----------- পুরঃ +কার
  107. পূর্ণেন্দু ------------ পূর্ণ + ইন্দু
  108. পূর্বোক্ত ----------- পূর্ব + উক্ত
  109. প্রতিষ্ঠা  ----------- প্রতি + স্থা
  110. প্রত্যাহৃত --------- প্রতি + আহৃত
  111. প্রত্যুপকার ------- প্রতি + উপকার
  112. প্রত্যুৎপন্ন --------- প্রতি + উৎপন্ন
  113. প্রত্যেক ------------ প্রতি + এক
  114. প্রাদি --------------- প্র + আদি
  115. প্রার্থী --------------- প্র + অর্থী
  116. প্রৌঢ় --------------- প্র + ঊঢ়
  117. বটচ্ছায়া ---------- বট + ছায়া
  118. বনস্পতি ---------- বন + পতি (বিসর্গ নেই)
  119. বর্ণানুক্রমিক ----- বর্ণ + অনুক্রমিক
  120. বহ্বারম্ভ ----------- বহু + আরম্ভ
  121. বাগাড়ম্বর --------- বাক্ + আড়ম্বর
  122. বিদ্যার্থী ------------ বিদ্যা + অর্থী
  123. বিন্ধ্যাচল ---------- বিন্ধ্য + অচল
  124. বৃংহতি ------------- বৃণ্ + হতি
  125. বৃহল্লাঙ্গুল ---------- বৃহৎ + লাঙ্গুল
  126. বৃহস্পতি ----------- বৃহৎ + পতি
  127. বেত্রাঘাত ---------- বেত্র + আঘাত
  128. ব্যঞ্জন --------------- বি + অঞ্জন
  129. ব্যবধান ------------ বি + অবধান
  130. ব্যবহিত ------------ বি + অবহিত
  131. ব্যর্থ  ----------------- বি + অর্থ
  132. ব্যাকুল ------------- বি + আকুল
  133. ভয়ংকর ----------- ভয়ম্ + কর
  134. ভ্বাদি ---------------- ভু + আদি
  135. ভ্রাতুষ্পুত্র ---------- ভ্রাতুঃ + পুত্র
  136. ADVERTISEMENT
  137. মতৈক্য ----------- মত + ঐক্য
  138. মনঃকষ্ট ---------- মনঃ + কষ্ট
  139. মনঃক্ষুণ্ণ --------- মনঃ + ক্ষুণ্ন
  140. মনশ্চক্ষু --------- মনঃ + চক্ষু
  141. মনশ্চালিত ----- মনঃ + চালিত
  142. মনোজ ---------- মনঃ + জ
  143. মনোতোষ ------- মনঃ + তোষ
  144. মনোভীষ্ট -------- মনঃ + অভীষ্ট
  145. মনোমোহন ----- মনঃ + মোহন
  146. মনোযোগ ------- মনঃ + যোগ
  147. মনোহর --------- মনঃ + হর
  148. মনোহারী ------- মনঃ + হারী
  149. মন্বন্তর ----------- মনু + অন্তর
  150. মস্যাধার -------- মসী + আধার
  151. মহদ্ভয় ----------- মহৎ + ভয়
  152. মহেশ্বর ---------- মহা + ঈশ্বর
  153. মহোদয় ---------- মহা + উদয়
  154. মহৌদার্য --------- মহা + ঔদার্য
  155. মুখচ্ছবি --------- মুখ + ছবি
  156. মৃচ্ছকটিকা ----- মৃৎ + শকটিকা
  157. মৃত্যুঞ্জয় --------- মৃত্যুম্ + জয়
  158. যদ্যপি ----------- যদি + অপি
  159. যাবজ্জীবন ---- যাবৎ + জীবন
  160. রক্তাক্ত --------- রক্ত + অক্ত
  161. রবীন্দ্র  ---------- রবি + ইন্দ্র
  162. রাজর্ষি  --------- রাজ + ঋষি
  163. রাজ্ঞী ----------- রাজ্ + নী
  164. লক্ষ্মীশ -------- লক্ষ্মী + ঈশ
  165. লবণ ----------- লো + অন
  166. শিরঃপীড়া ---- শিরঃ + পীড়া
  167. শিরশ্ছেদ ------ শিরঃ + ছেদ
  168. শিরস্ত্রাণ ------- শিরঃ + ত্রাণ
  169. শীতার্ত --------- শীত + ঋত
  170. শীতার্ত ---------- শীত + ঋত
  171. শ্রেয়স্কর ------- শ্রেয়ঃ + কর না
  172. ষন্নবতি --------- ষট্ + নবতি
  173. ষষ্ঠ -------------- ষষ্ + থ
  174. সংশয় ---------- সম্ + শয়
  175. সংসর্গ ----------- সম্ + সর্গ
  176. সংস্কৃত ---------- সম্ + কৃত
  177. সদানন্দ -------- সদা + আনন্দ
  178. সদুত্তর  --------- সৎ + উত্তর
  179. সদৈব ------------ সদা + এব
  180. সন্দর্ভ ----------- সম্ + দর্ভ
  181. সন্দর্শন  --------- সম্ + দর্শন
  182. সন্ধি -------------- সম্ + ধি
  183. সরস্বতী --------- সরস্ + বতী
  184. সহ্যাদ্রি ----------- সহ্য + অদ্রি
  185. সাবধান ---------  স + অবধান
  186. সিংহাসন -------- সিংহ + আসন
  187. সুবন্ত ------------- সুপ্ + অন্ত
  188. স্বস্তি -------------- সু + অস্তি
  189. স্বৈর -------------- স্ব + ঈর
  190. স্রষ্টা --------------- স্রষ্ + তা
  191. হরিশ্চন্দ্র --------- হরি + চন্দ্র (বিসর্গ নেই)
  192. হলন্ত ------------- হল্ + অন্ত
  193. হসন্ত -------------- হস্ + অন্ত
  194. হিতৈষণা --------- হিত + এষণা
  195. হিতৈষী  ---------- হিত + এষী
  196. হিমর্তু ------------- হিম + ঋতু
** সন্ধিতে উৎ এবং উদ্-এর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটিই ঠিক।
নিচের বক্সে গুগল সার্চ করুন

আর‌ও পড়ুন 

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

স্বরধ্বনির উচ্চারণ স্থান

সূচিপত্র | Bengali Grammar

অপিনিহিতি কাকে বলে

গৌণ কর্ম কাকে বলে | মুখ্য কর্ম কাকে বলে

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo