করণের বীপ্সা কাকে বলে

 করণের বীপ্সা

বীপ্সা কথার অর্থ হল পৌনঃপুনিকতা বা পুনরুক্তি। এক‌ই কথাকে বার বার বললে তাকে বীপ্সা বলে। বাক্যের করণ কারকটি যদি পর পর দু বার ব্যবহৃত হয়, তবে তাকে করণের বীপ্সা বলা হয়। নিচে করণের বীপ্সার কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 

উদাহরণ

১: কাজগুলো হাতে হাতে করে ফেলো।
২: মেঘে মেঘে আকাশ ভরে গেছে।
৩: ফুলে ফুলে বনানী পরিপূর্ণ হয়েছে।
৪: শোকে শোকে মানুষটা পাগল হয়ে গেছে।
৫: ভয়ে ভয়ে কথাটা কোনোদিন বলাই হলো না।
৬: আঘাতে আঘাতে বিদীর্ণ করে দিয়েছে।

বিস্তারিত পড়ুন: কারক বিভক্তি ও অনুসর্গ
ইউটিউবে আমার ক্লাস করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার নাম অনন্য পাঠক (Ananya Pathak)

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে