আরবি শব্দের উদাহরণ
আরবি শব্দ
আরবি ভাষা থেকে যে সব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলিকে আরবি শব্দ বলা হয়। নিচে আরবি শব্দের একগুচ্ছ উদাহরণ দেওয়া হলো।
আক্কেল, আখের, আজব, আজান, আদাব, আদায়,
আরজি, আল্লাহ, আসবাব, আসল, আসামি, আহাম্মক,
ইজ্জত, ইমারত, ইসলাম, ইস্তফা, ঈদ, উকিল, উসুল,
এলাকা, ওজন, কদর, কাজি, কাবাব, কায়দা, কায়েম,
কেচ্ছা, খারিজ, গজল, জরিমানা, জ্বালাতন, জেলা,
তবলা, তুলকালাম, দাবি, দৌলত, নকল, নগদ, ফকির,
বদল, বাকি, মজুদ, মেহনত, রদ, রায়, লায়েক, লোকসান,
শরিক, শহিদ, শুরু, সাফ, সাহেব, সুফি, হাকিম, হামলা, হাসিল, হিসাব, হুকুম, ইত্যাদি।
মন্তব্যসমূহ