মুণ্ডমাল শব্দ কাকে বলে ও উদাহরণ

 মুণ্ডমাল শব্দের ধারণা

মুণ্ডমাল শব্দ এমন এক ধরনের শব্দ যা শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবাই ব্যবহার করেন, কিন্তু হয়তো এর সংজ্ঞা সবাই জানেন না। আসুন জেনে নিই মুণ্ডমাল শব্দ কাকে বলে। মুণ্ডমাল কথার অর্থ হল মুণ্ডের মালা। অর্থাৎ কয়েকটা মাথা কেটে নিয়ে তা দিয়ে মালা বানালে যা হবে, সেটাকেই মুণ্ডমাল বলে। নামটা খুব‌ই ভয়াবহ, তাই না? ব্যাপারটা যদিও অতটা ভয়াবহ নয়। এখানে মুণ্ড বলতে শব্দের প্রথম অক্ষর বুঝতে হবে। একাধিক শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে অনেক সময় নতুন শব্দ গঠন করা হয়। এই ধরনের শব্দকেই বলে মুণ্ডমাল শব্দ। যেমন: লঘিষ্ঠ সাধারণ গুণিতক = ল.সা.গু.। মুণ্ডমাল শব্দের প্রতিটি অক্ষরের পরে একটি বিন্দু চিহ্ন দিতে হবে। অন্যথায় সেটি ভুল বলে বিবেচিত হবে।

মুণ্ডমাল শব্দের উদাহরণ

ইংরেজি ভাষায় মুণ্ডমাল শব্দের ছড়াছড়ি। তার মধ্যে বেশ কিছু শব্দ বাংলাতেও ব্যবহার করা হয়। যেমন: District Magistrate =D.M., Master of Arts = M.A., Bachelor of Education = B. Ed. প্রভৃতি। বাংলা ভাষার নিজস্ব মুণ্ডমাল শব্দের কিছু উদাহরণ: বি.বা.দী., ল.সা.গু., গ.সা.গু., ক.বি., প্রভৃতি। 


আর‌ও পড়ুন

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

অপিনিহিতি কাকে বলে

অভিশ্রুতি কাকে বলে?

দল বিশ্লেষণ, মুক্ত দল ও রুদ্ধ দল | দল কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

খণ্ডস্বর কাকে বলে | অর্ধস্বর কাকে বলে

বিসর্গ সন্ধির সূত্র ও উদাহরণ | Bisargo sondhi

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

সংখ্যা ও পূরণবাচক বিশেষণ | সংখ্যাবাচক শব্দ ও পূরণবাচক শব্দ | Sonkha bachok o puran bachak biseshon