ব্যাকরণের প্রশ্নোত্তর

ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১: অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? -- পাণিনি।

২: ভাষাবিজ্ঞানের তুলনামূলক পদ্ধতির প্রথম যথার্থ প্রয়োগ করেন কে?

উঃ আর কে রাস্ক।

৩: On the variety of human language structure -- এর রচয়িতা কে?

উঃ জার্মান ভাষাবিদ্ ডব্লিউ ভি হুমবোল্ট।

 ৪: An introduction to the study of language গ্রন্থটির রচয়িতা কে? -- লিওনার্দ ব্লুমফিল্ড

৫: Transformational generative grammar তত্ত্বের প্রবক্তা কে? -- নোয়াম চমস্কি।

৬: চীনা ভাষা রূপতত্ত্বগত ভাবে কোন শ্রেণির?

উঃ অশৃঙ্খলিত বা Inorganic ভাষা।

৭: ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? -- সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৮: বাংলা ভাষার কম্পিত ধ্বনি কোনটি ? -- র

৯: বাংলা ভাষার নাসিক্য ধ্বনি কোনগুলি? -- ঙ,ন,ম। এ ছাড়া ণ ও ঞ আছে, যেগুলি বাংলা ভাষায় উচ্চারিত হয় না।

১০: পাখিরা শব্দটির মধ্যে মুক্ত রূপিমের সংখ্যা কয়টি? -- একটি: পাখি।

১১: ব্যবহার অনুসারে যে দু ধরনের বাক্যখণ্ড পাওয়া যায়, সেগুলি কী কী? 

উঃ ১) অধীন বাক্যখণ্ড ও ২) স্বাধীন বাক্যখণ্ড।

১২: ফ্লোর আর্টস ও জন আর্টস বাক্যখণ্ডকে কয় ভাগে ভাগ করেন?

উঃ তিন ভাগে ভাগ করেন: ১) সমাপিকা বাক্যখণ্ড, ২) অসমাপিকা বাক্যখণ্ড ও ৩) ক্রিয়াহীন বাক্যখণ্ড।

১৩: সম্পূরক বাক্যখণ্ড বা বাক্য যে শব্দ দিয়ে যুক্ত করা হয়, তাকে কী বলে?

উঃ বাক্যযোজক বলে। যেমন: ইংরেজি that, whether, বাংলা যে, যদি প্রভৃতি।

১৪: কারক ভাষাবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়?

উঃ রূপতত্ত্ব।

১৫: ওখানে যাও। ভূমিকা অনুসারে এটি কোন শ্রেণির বাক্য? উঃ অনুজ্ঞাসূচক বাক্য।

১৬: Aspects of the theory of syntax গ্রন্থটির প্রণেতা কে?  

উঃ নোয়াম চমস্কি।

১৭: উপলক্ষ্য অনুসারে ভাষারীতির বদলকে কী বলা হয়? 

উঃ রেজিস্টার বলা হয়।

১৮: পিজিন কোনো গোষ্ঠীর মাতৃভাষা বা প্রথম ভাষা হিসেবে স্বীকৃতি পেলে তখন তাকে কী বলে?

উঃ ক্রেওল।

১৯: Commission for scientific and technical terminology কত সালে গঠিত হয়?

উঃ ১৯৬১ সালে গঠিত হয়।

২০: On the sublime গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ক্যাসিয়াস লংগিনাস।

২১: ১৭৮৬ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটিতে কার দেওয়া বক্তব্যকে আধুনিক তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা বলা যায়? -- উঃ স্যার উইলিয়াম জোনসের বক্তৃতা।

২২: A Comparative Grammar of the Sanskrit, Zend, Greek, Latin, Lithuanian, Gothic, German, and Sclavonic Languages গ্রন্থটির লেখক কে?

উঃ ফ্রান্‌জ বপ্ ।

২৩: সিনট্যাগম্যাটিক রিলেশনশিপ ও প্যারাডিগম্যাটিক রিলেশনশিপের প্রবক্তা কে?

উঃ ফার্দিনা দ্য স্যোসুর।

২৪: Language গ্রন্থের প্রণেতা কে?

উঃ লিওনার্দ ব্লুমফিল্ড।

২৫: রূপান্তরমূলক সৃজনমূলক ব্যাকরণের প্রবক্তা কে? 

উঃ নোয়াম চমস্কি।

২৬: প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়কাল কোনটি?

উঃ ১৫০০ খ্রি: পূ: থেকে ৬০০ খ্রি: পূ:।

২৭: ইংরেজি ভাষার বংশপরিচয় কী?

উঃ ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত, পশ্চিম জার্মানিক শাখার একটি ভাষা।

২৮: রূপতত্ত্ব অনুসারে পৃথিবীর ভাষাগুলিকে প্রধান যে দুটি শ্রেণিতে ভাগ করা হয়, সেগুলি কী কী?

উঃ শৃঙ্খলিত (Organic) ও অশৃঙ্খলিত (Inorganic).

২৯: A grammar of the Bengal language প্রথম প্রকাশিত হয় কত সালে?

উঃ ১৭৭৮ সালে।

৩০: লাঙ কী? 

উঃ- লাঙ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট ভাষাভাষী মানুষের ঐ ভাষা সম্পর্কে সাধারণ ভাষা-জ্ঞান।

৩১: পুণ্যশ্লোক রায়ের Bengali language handbook গ্রন্থটিকে ভাষাবিজ্ঞানের কোন শাখার অন্তর্ভুক্ত করা যায়?

উঃ বর্ণনামূলক শাখা।

৩২: লিপ্যন্তরণের ক্ষেত্রে IPA এর পুরা নাম কী?

উঃ International Phonetic Alphabet.

৩৩: মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হ‌ওয়ার প্রক্রিয়াকে কী বলে?

উঃ অল্পপ্রাণীভবন বা ক্ষীণায়ন বলে।

৩৪: ঠাকুরদাদা > ঠাকুরদা - কিসের উদাহরণ?

উঃ সমাক্ষর লোপের উদাহরণ।

৩৫: বাংলায় পার্শ্বিক ধ্বনির উদাহরণ কী?

উঃ - ল্।

৩৬: পল্‌তা শব্দে ল্ এর উচ্চারণ স্থান কী? উঃ দন্তমূল , 

উল্টো শব্দে ল্ এর উচ্চারণ স্থান কী? উঃ - মূর্ধা।

৩৭: বর্ণনামূলক ধ্বনিতত্ত্বে যে চারটি মুখ্য নীতির উপর নির্ভর করে ধ্বনিকল্প নিরূপণ করা হয়, সেগুলি কী?

উঃ : বৈপরীত্য, পরিপূরক অবস্থান, ধ্বনিগত সাদৃশ্য ও মুক্ত বৈচিত্র্য।

৩৮: 'দেশের' শব্দটিতে মুক্ত ও বদ্ধ রূপিমের সংখ্যা নির্ণয় করো।

উঃ-  একটি করে। মুক্ত রূপিম দেশ, বদ্ধ রূপিম এর।

৩৯: সিদ্ধ ধাতুর রূপকল্পের সংখ্যা কয়টি?

উঃ একটি।

৪০: ভূমিকা অনুসারে বাক্যকে যে চার ভাগে ভাগ করা হয়, সেগুলি কী কী?

 উঃ ১: বিবৃতিমূলক বাক্য ২: আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য, ৩: আবেগসূচক বাক্য ৪: প্রশ্নসূচক বাক্য 

৪১: ভুক্তিবাদের প্রবক্তা কে?

উঃ ভট্টনায়ক।


SLST Bangla গাইডের জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন

আর‌ও পড়ুন

সূচিপত্র







মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

১০০+ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের তালিকা | Samochcharito Vinnarthok shabdo

বিশেষণ পদ - সংজ্ঞা ও শ্রেণিবিভাগ: বিস্তারিত | বিশেষণ কাকে বলে

সূচিপত্র | Bengali Grammar

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে