হলন্ত শব্দ কাকে বলে

হলন্ত বা হসন্ত শব্দের সংজ্ঞা

'হলন্ত' কথার অর্থ হল 'যার শেষে হল্' আছে (হল্ + অন্ত, সমাস: হল্ অন্তে যার)। হল্ বলতে কী বোঝায়? হল্ বলতে বোঝায় এমন ব্যঞ্জন, যার শেষে কোনো স্বর নেই। সাধারণ ভাবে বাংলা ভাষায় ব্যঞ্জনের শেষে কোনো চিহ্ন না থাকলে ধরে নেওয়া হয় অ আছে। যেখানে শব্দের শেষে কোনো স্বর থাকে না, সেখানে ঐ শেষ ব্যঞ্জনটির তলায় একটি হস্ চিহ্ন দেওয়া হয়। যেমন: 'বাক্' , 'দৃক্'  প্রভৃতি শব্দে দেওয়া হয়। এই শব্দগুলিকে হলন্ত শব্দ বা হসন্ত শব্দ বলে। বাংলা ভাষায় বহু শব্দ প্রকৃতপক্ষে হলন্ত না হলেও হলন্ত হিসেবে উচ্চারিত হয়। এর কারণ হল বাংলা ভাষায় শব্দের শেষে অবস্থিত অ স্বরধ্বনি লুপ্ত হ‌ওয়ার প্রবণতা। যেমন: রাম, কাজ, গাছ, ঘাট, সম্মান, আকাশ, এই শব্দগুলির শেষে হস্ চিহ্ন নেই, কারণ বর্ণ বিশ্লেষণ করলে দেখা যাবে এদের শেষে একটি অ স্বর আছে। কিন্তু উচ্চারণে এরা হলন্ত। শেষে অবস্থিত অ উচ্চারণে লোপ পায়। হলন্ত-এর বিপরীত শব্দ স্বরান্ত।

হলন্ত শব্দ ও হলন্ত উচ্চারণ

হলন্ত শব্দ ও হলন্ত উচ্চারণ এক কথা নয়। হলন্ত শব্দ বলতে বোঝায় সেই শব্দ, যা ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ হয়। হলন্ত শব্দের বিপরীতে আছে স্বরান্ত শব্দ। হলন্ত শব্দ ব্যঞ্জন দিয়ে শেষ হয়, স্বরান্ত শব্দ স্বর দিয়ে শেষ হয়। অপরদিকে হলন্ত উচ্চারণ বলতে বোঝায় শব্দের শেষে স্বর থাকলেও স্বরটি উচ্চারিত হবে না। রাম শব্দটি বাংলা উচ্চারণে 'রাম্' হয়ে গেছে। তাহলে 'রাম' শব্দটিকে কি আমরা হলন্ত শব্দ বলবো? না, একে আমরা হলন্ত শব্দ না বলে বলবো, "রাম শব্দের বাংলা উচ্চারণটি হলন্ত।" বা "বাংলায় 'রাম' শব্দ হলন্ত উচ্চারিত হয়।"

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

সাধু ও চলিত ভাষার ৭টি বৈশিষ্ট্য ও রূপান্তর | Sadhu o cholit bhasha

সূচিপত্র | Bengali Grammar

তৎসম শব্দ কাকে বলে | তৎসম শব্দের তালিকা

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

কৃৎ প্রত্যয়ের বিস্তারিত আলোচনা | প্রকৃতি প্রত্যয়

সন্ধি এবং স্বরসন্ধির সূত্র, উদাহরণ ও ব‍্যতিক্রম

প্রাতিপদিক কাকে বলে