জেনারেল নলেজের সেরা ব‌ই | Best GK book in Bengali

Best GK Book in Bengali - বাংলায় সেরা জি কে ব‌ই

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হ‌ওয়ার ক্ষেত্রে General Knowledge বা GK একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জেনারেল নলেজ যদি স্ট্রং হয়, তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি বেশ কয়েক কদম এগিয়ে থাকবেন। এখন প্রশ্ন হলো জেনারেল নলেজ বাড়ানোর উপায় কী? জেনারেল নলেজ বাড়ানোর জন্য অনেক উপায় আছে, যেমন: নিয়মিত খবরের কাগজ ও বিভিন্ন ম্যাগাজিন পড়া, নিয়মিত দূরদর্শনের নিউজ ফলো করা ইত্যাদি। এই সবের পাশাপাশি যেটা অবশ্যই করতে হবে, সেটা হলো জেনারেল নলেজের ভালো ব‌ই অনুসরণ করা। কিন্তু সমস্যা হলো বাংলায় ভালো জেনারেল নলেজের ব‌ই খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। বাংলা ভাষায় অল্প কয়েকটি জেনারেল নলেজ ব‌ই পাওয়া যায়। আমি আমার শিক্ষা জীবনে জেনারেল নলেজের যে সব ব‌ইয়ের সাহায্য কর্মক্ষেত্রে সাফল্য পেয়েছি, সেই ব‌ইগুলির আলোচনা করবো এই ব্লগ পোস্টে। এখন থেকে West Bengal SLST পরীক্ষাতেও জেনারেল নলেজ আবশ্যিক বিষয় হয়ে গেছে। তাই এই আলোচনাটি SLST পরীক্ষার্থীদের জন্য‌ও খুবই গুরুত্বপূর্ণ।

মনোরমা ইয়ারবুক

বাংলা ভাষায় যতগুলি উন্নত মানের জেনারেল নলেজ ব‌ই প্রকাশিত হয়, তাদের মধ্যে অন্যতম সেরা ও নির্ভরযোগ্য ব‌ই হলো মনোরমা ইয়ারবুক। এই ব‌ইটি প্রতি বছর একটি করে প্রকাশিত হয়। ইংরেজি এবং বাংলা, উভয় ভাষাতেই এই ব‌ই পাওয়া যায়। ইচ্ছে মতো যে কোনো একটি কেনা যায়। এই ব‌ইয়ের সবচেয়ে বড়ো গুণ হলো প্রচুর তথ্য। জেনারেল নলেজের প্রতিটি দিককে এই ব‌ইয়ে কভার করা হয়। এর সঙ্গে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের বিশাল সম্ভার। বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, প্রভৃতি প্রতিটি মডার্ন টপিকের উপর দীর্ঘ আলোচনাও পাওয়া যায় মনোরমা ইয়ারবুক থেকে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় যত দিন জেনারেল নলেজ বিষয়টি আবশ্যিক ছিলো, ততদিন এই ব‌ইটির সাহায্য না নিয়েই SSC পরীক্ষা পাস করে গেছেন, এমন শিক্ষক শিক্ষিকা হয়তো খুব কম‌ই আছেন। ব‌ইটির একটিই দুর্বলতা হল এর বাঁধাই ভালো নয়। যত্ন করে ব্যবহার না করলে খুব জলদি ব‌ইটি টুকরো হয়ে যাবে। ব‌ইটি অ্যামাজনে পাওয়া যায়। 

জেনারেল নলেজের অন্যান্য বাংলা ব‌ই

জেনারেল নলেজের বাংলা ব‌ই আরও বেশ কয়েকটি পাওয়া যায়। প্রতিটি ব‌ইই কোনো না কোনো দিক দিয়ে ভালো। প্রকৃত পক্ষে কোনো একটিমাত্র ব‌ই ফলো করে জেনারেল নলেজের মতো বিস্তৃত টপিক কভার করা মুশকিল হয়। তাই আমি বলবো, সিরিয়াস ছাত্রছাত্রীদের সব সময় একটির বেশি ব‌ই ফলো করা উচিত। নিচে আর‌ একটি বাংলা জিকে ব‌ইয়ের লিংক দিলাম, এটিও খুব ভালো ব‌ই । এই ব‌ইটির প্রকাশক তপতী পাবলিশার্স।







This post contains affiliate links and if you make a purchase through the links a small amount of commission may be entitled to me without costing anything extra to you.

মন্তব্যসমূহ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

অপিনিহিতি কাকে বলে

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অভিশ্রুতি কাকে বলে?

নিরপেক্ষ কর্তা কাকে বলে

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে