নির্ভুল ও কঠিন বিপরীত শব্দ | বিপরীত শব্দের তালিকা | বিপরীতার্থক শব্দ | Biporit shabdo in Bengali

বিপরীত শব্দের সংজ্ঞা ও তালিকা

শব্দের অর্থ‌ই শব্দের প্রাণ। তাই শব্দার্থতত্ত্ব ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শব্দের অর্থ আসলে কী? এর উত্তরে বলি, অর্থের ধারণাটি একটি ব্যাপক ধারণা। অর্থ বলতে কী বোঝায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে কখন‌ও করা যাবে। আপাতত আমরা বলতে পারি, শব্দ গঠিত হয় কয়েকটি ধ্বনি নিয়ে এবং সেই ধ্বনিগুচ্ছ একটি ভাব-সংকেত বহন করে। ভাষায় ব্যবহৃত শব্দ যে ভাব-সংকেত বহন করে, তাকেই শব্দার্থ বলে। 

বিপরীত শব্দ কাকে বলে?

মানুষের চেতনায় যত ভাব আছে, তার মধ্যে অনেক ভাবে পারস্পরিক তুলনা করা হয়। এই কারণে দেখা যায় কিছু শব্দের অর্থ পরস্পরের কাছাকাছি কোনো ধারণাকে প্রকাশ করে, আবার কিছু শব্দের অর্থ পরস্পরের বিপরীত ধারণাকে প্রকাশ করে। এই রকম দুটি শব্দ যদি পরস্পরের বিপরীত, উল্টো বা বিরোধী ধারণাকে প্রকাশ করে তাহলে ঐ শব্দদুটিকে পরস্পরের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে। 

নিচের তালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দের জোড়া তুলে ধরা হলো। শব্দগুলিকে বর্ণানুক্রমে সাজানো হয়েছে, যাতে প্রয়োজনীয় শব্দটি খুঁজে নিতে পাঠকদের সুবিধা হয়। এই তালিকায় আপনার প্রয়োজনীয় শব্দটি খুঁজে না পেলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, যথাশীঘ্র সম্ভব আপনার প্রয়োজনীয় শব্দটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বিপরীত শব্দের তালিকা

  1. অক্ষম -------- সক্ষম
  2. অগ্রসর ------- পশ্চাৎপদ
  3. অজ্ঞ ---------- বিজ্ঞ
  4. অধীর --------  ধীর
  5. অনন্ত --------- সান্ত
  6. অন্তর্ভুক্ত ----- বহির্ভূত 
  7. অন্ধ ---------- চক্ষুষ্মান
  8. অপকেন্দ্র --- কেন্দ্রাতিগ 
  9. অপমান ----- সমাদর
  10. অপহরণ ---- প্রদান
  11. অবিশ্রান্ত ---- বিশ্রান্ত 
  12. অমর --------- মর 
  13. অমূল্য -------- মূল্যহীন
  14. অলস -------- পরিশ্রমী 
  15. অহংকার ---- বিনয়
  16. আগম -------- নির্গম
  17. আগমন ------ গমন
  18. আত্মম্ভরিতা - হীনম্মন্যতা
  19. আত্মীয় ------ অনাত্মীয় 
  20. আদি --------- অন্ত 
  21. আদ্য ---------- অন্ত্য
  22. আবশ্যিক --- ঐচ্ছিক (ঐচ্ছিক - অনৈচ্ছিক)
  23. আবৃত -------- অনাবৃত
  24. আসামি ------ ফরিয়াদি
  25. আহ্বান ------- বিসর্জন/বিতাড়ন
  26. ঈষৎ ---------- অধিক 
  27. উজ্জ্বল ------- ম্লান/অনুজ্জ্বল
  28. উত্তেজিত ---- নিস্তেজ
  29. উদীয়মান ---- অস্তগামী 
  30. উদ্যত -------- বিরত 
  31. উন্নয়ন ------- অবনমন
  32. উপহাস ------ তোষামোদ
  33. উল্লসিত ------ বিমর্ষ 
  34. উৎসাহী ------- নিরুৎসাহ 
  35. ঊর্ধ্ব ---------- অধঃ 
  36. ঊষর --------- উর্বর
  37. ঊষা ---------- গোধূলি 
  38. ঋজু ---------- বক্র 
  39. একাগ্র ------- অন্যমনস্ক 
  40. ঐহিক -------  পারত্রিক
  41. ঔদ্ধত্য ------- বিনয় 
  42. কঠোর ------- কোমল
  43. কণ্টকিত ----- কুসুমাস্তীর্ণ
  44. কতিপয় ------ সমুদয়
  45. কর্কশ --------  পেলব 
  46. কর্তব্য --------- অকর্তব্য 
  47. কার্যকর ------- অকার্যকর 
  48. কুজন  --------- সুজন
  49. কেজো -------- অকেজো 
  50. ক্ষিপ্র ----------- শ্লথ 
  51. ক্ষুব্ধ ------------ তুষ্ট 
  52. ক্ষোভ ---------- তুষ্টি
  53. খর ------------- মৃদু
  54. খরা ------------ বন্যা 
  55. খাঁটি ----------- ভেজাল
  56. গতি ----------- স্থিতি
  57. গর্ব ------------ লজ্জা
  58. গলি ----------- রাজপথ
  59. গুপ্ত ------------ ব্যক্ত  
  60. গুরু ------------ লঘু / শিষ্য 
  61. গূঢ় -------------- ব্যক্ত
  62. গ্রহণ ----------- বর্জন 
  63. গ্রাম ------------ নগর
  64. গ্রাম্য ----------- নাগরিক
  65. গ্রাহ্য ----------- ত্যাজ্য
  66. চড়াই ---------- উৎরাই 
  67. জটিল --------- সরল 
  68. জন্ম ----------- মৃত্যু 
  69. জাগতিক ----  পারত্রিক
  70. জীবন --------- মরণ 
  71. ঝগড়া --------- মীমাংসা 
  72. ঝগড়াটি ------ মিশুক
  73. তপ্ত ------------ শীতল 
  74. তাত্ত্বিক -------- প্রায়োগিক/ফলিত 
  75. তিরস্কার ------- সমাদর 
  76. তীব্র ------------ মৃদু
  77. ত্বরণ ----------- মন্দন 
  78. দখল ---------- বেদখল 
  79. দান ------------ হরণ 
  80. দুর্গতি --------- সদ্‌গতি
  81. দুর্দান্ত ---------- শান্ত
  82. দৈহিক -------- মানসিক
  83. দ্রুত ----------- মন্থর
  84. নবীন ---------- প্রবীণ 
  85. নষ্ট ------------- সৃষ্ট
  86. নাতিদীর্ঘ ----- অতিদীর্ঘ 
  87. নাতিবৃহৎ ----- অতিবৃহৎ 
  88. নিখুঁত --------- খুঁতো 
  89. নিত্য ----------- অনিত্য
  90. নিন্দা ---------- প্রশংসা
  91. নিমজ্জিত ----- ভাসমান 
  92. নিরাকার ------- সাকার
  93. নির্জন ---------- জনাকীর্ণ 
  94. নিষ্ঠুর ----------- দয়াশীল
  95. নৈকট্য --------- দূরত্ব
  96. পক্ষ ------------ বিপক্ষ 
  97. পড়ন্ত ---------- উঠতি 
  98. পদাঘাত ------- আলিঙ্গন 
  99. পরা ------------ অপরা
  100. পরাঙ্মুখ ------- উন্মুখ 
  101. পরিতুষ্ট -------- বিক্ষুব্ধ 
  102. পরিশ্রম -------- বিশ্রাম 
  103. পর্বত ---------- সমভূমি 
  104. পুণ্যাত্মা ------ পাপাত্মা
  105. পূর্বপুরুষ ----- উত্তরপুরুষ
  106. প্রকাণ্ড -------- ছোট্ট
  107. প্রবেশ --------- নির্গমন
  108. প্রভাত -------- সন্ধ্যা
  109. প্রসন্ন --------- বিষণ্ন
  110. প্রসারণ ------ সংকোচন
  111. প্রাপ্তি --------- অপ্রাপ্তি 
  112. প্রেম ----------- অপ্রেম 
  113. ফিকে --------- গাঢ়
  114. বন্ধন ---------- মুক্তি
  115. বর্ধমান ------- ক্ষীয়মান
  116. বহির্মুখী ------- অন্তর্মুখী 
  117. বাতিল -------- সামিল 
  118. বিগত --------- আগামী 
  119. বিজন --------- জনাকীর্ণ 
  120. বিজয় --------- পরাজয়
  121. বিজয়ী -------- বিজিত 
  122. বিধিবদ্ধ ------- অবিধিবদ্ধ 
  123. বিপদ ---------- সম্পদ
  124. বিপন্ন ---------  সম্পন্ন
  125. বিবর্ণ ----------- বর্ণিল
  126. বিভিন্ন --------- অভিন্ন
  127. বিভেদ --------- অভেদ
  128. বিয়োজন ------ যোজন 
  129. বিরাগ ---------- অনুরাগ
  130. বিলুপ্ত ---------- উদ্বর্তিত/উদ্বৃত্ত
  131. বিলোপ -------- উদ্‌বর্তন
  132. বিশুদ্ধ ---------- অশুদ্ধ 
  133. বিশ্রাম ---------- পরিশ্রম
  134. বিষণ্ন ----------- প্রসন্ন/ হৃষ্ট
  135. বিষাদ ---------- প্রসাদ/হর্ষ
  136. বীরত্ব ----------- কাপুরুষতা 
  137. বুড়ো ----------- কচি
  138. বৃদ্ধ ------------- শিশু
  139. বৃহৎ ------------ ক্ষুদ্র
  140. বৈধ ------------- অবৈধ 
  141. বৈষম্য ---------- সাম্য/সমতা 
  142. বৈষয়িক ------- আধ্যাত্মিক 
  143. বোঝাই --------- খালি
  144. ব্যগ্র ------------- বিমুখ
  145. ব্যস্ত ------------- নিরস্ত/বিরত
  146. ভালোবাসা ------ ঘৃণা 
  147. ভীষণ ----------- মনোরম 
  148. ভ্রান্ত ------------- অভ্রান্ত 
  149. মন্দা ------------- তেজি 
  150. মস্ত -------------- ছোট্ট 
  151. মহাশয় ---------- নিচাশয়
  152. মিছিমিছি ------- সত্যিসত্যি
  153. মিত্র ------------- শত্রু/অমিত্র 
  154. মৈত্রী ------------ বৈরিতা 
  155. মৌন ------------ মুখর 
  156. লজ্জা ---------- নির্লজ্জতা/প্রগল্‌ভতা/গৌরব/গর্ব
  157. লিখিত -------- মৌখিক 
  158. লুপ্ত ------------ উদ্বৃত্ত **
  159. লৌকিক ------  অলৌকিক
  160. শাশ্বত ---------- অনিত্য
  161. শাসন ---------- প্রশ্রয়
  162. শুভ্র ------------ মলিন 
  163. শুষ্ক ------------ আর্দ্র 
  164. শূন্য ------------ পূর্ণ 
  165. শ্রদ্ধা ---------- অশ্রদ্ধা
  166. শ্রম ------------ বিশ্রাম
  167. শ্রান্ত ----------- বিশ্রান্ত (মানে বিশ্রাম-প্রাপ্ত)
  168. সংকোচন ----- প্রসারণ
  169. সংক্ষিপ্ত ------- বিস্তৃত 
  170. সংযত --------- অসংযত
  171. সংযম --------- অসংযম 
  172. সকল ---------- নিষ্কল *
  173. সদৃশ ---------- বিসদৃশ 
  174. সন্ধি ---------- বিগ্রহ 
  175. সন্নিধান ------ ব্যবধান
  176. সন্নিহিত ------ ব্যবহিত
  177. সবল ---------- দুর্বল 
  178. সবলা --------- অবলা 
  179. সমাস --------- ব্যাস 
  180. সমুদয় -------- কতিপয়
  181. সর্বনাশ ------ (সমৃদ্ধি?)
  182. সলজ্জ -------- নির্লজ্জ/প্রগল্‌ভ 
  183. সাধু ------------ অসাধু 
  184. সান্ধ্য ---------- প্রভাতী 
  185. সিধা ----------- বাঁকা 
  186. সুন্দর ---------- কুৎসিত/অসুন্দর
  187. সুপ্ত/সুষুপ্ত --- জাগ্রত 
  188. সূক্ষ্ম ----------- স্থূল
  189. স্তব্ধ ------------ মুখরিত
  190. স্থাবর --------- জঙ্গম
  191. স্থিতি ---------- গতি 
  192. স্যাঁতসেঁতে --- খটখটে 
  193. হঠাৎ ----------- ক্রমশ
  194. হতাশ ---------- আশান্বিত
  195. হরণ ----------- প্রত্যর্পণ/দান
  196. হর্ষ ------------- বিষাদ
  197. হিত ------------ অহিত

* সকল কথার অর্থ হল 'কলার সহিত বর্তমান'। ** উদ্‌বর্তন(যেমন: যোগ্যতমের উদ্‌বর্তন) কথার অর্থ হচ্ছে 'টিকে যাওয়া'। যা টিকে গেছে, তাকে বলে উদ্বৃত্ত।
Search on the web
আরও পড়ুন

মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
বয়োজ্যে্ষ্ঠ এৱ বিপৱীত শব্দ
নামহীন বলেছেন…
কনিষ্ঠ

আর‌ও পড়ে দেখুন

তির্যক বিভক্তি কাকে বলে

লোকনিরুক্তি কাকে বলে

মিল যুক্ত শব্দ | মিল করে শব্দ লেখ

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য

অপিনিহিতি কাকে বলে

শব্দ ও পদের পার্থক্য | শব্দ ও পদ

অভিশ্রুতি কাকে বলে?

বিভাজ্য ধ্বনি কাকে বলে | অবিভাজ্য ধ্বনি কাকে বলে