ব্যাকরণ মক টেস্ট ১

অনন্য-বাংলা ব্যাকরণ মক টেস্ট (1) for SLST

Full Marks 20    Time 25 min

Questions and answers set by Ananya Pathak

নিয়মাবলী ও তথ্য: প্রত্যেক পরীক্ষার্থী নিজ দায়িত্বে নিজের খাতায় পরীক্ষা দেবেন। নিজে সময়ের হিসাব রাখবেন। ২৫ মিনিট পর নিজে উত্তর লেখা বন্ধ করুন এবং উত্তর মিলিয়ে নিন। প্রথম ১০টি প্রশ্ন অপেক্ষাকৃত কঠিন হতে পারে। আপনার সমস্ত উত্তর লেখা হলেই নিচে অবস্থিত উত্তরমালার লিংক টাচ করে উত্তর দেখুন। উত্তর মেলানো হয়ে গেলে উত্তরের ব্যাখ্যা দেখুন। ৫ ও ১০ নম্বর প্রশ্নের পাশে ব্যাখ্যার লিংক দেওয়া আছে।

সম্পূর্ণ ২৫ মিনিট সময়টি ব্যবহার করুন। তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে ভুল করবেন না। ২৫ মিনিটের বেশি সময় নেবেন না।


১: 'সাংঘাতিক' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ

ক) ভয়-সংক্রান্ত  খ) বিপদ-সংক্রান্ত গ) যুদ্ধ-সংক্রান্ত ঘ) অশান্তি-সংক্রান্ত


২: "ডাল দিয়ে ভাত খাও।" "ভাত দিয়ে ডাল দাও।" এই দুই বাক্যের প্রেক্ষিতে কোন বিবৃতিটি সত্য?


ক) উভয় বাক্যে অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত।

খ) কোনো বাক্যেই অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত হয়নি।

গ) প্রথম বাক্যে অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত হয়েছে।

ঘ) দ্বিতীয় বাক্যে অসমাপিকা ক্রিয়াপদ কর্মপ্রবচনীয়ে পরিণত হয়েছে।




৩: কোন বক্তব্যটি সঠিক?

ক) বাংলা ভাষার প্রযোজক ধাতুগুলি প্রকৃত অর্থে ণিজন্ত ধাতু।

খ) সংস্কৃত ভাষার প্রযোজক ধাতুগুলি প্রকৃত অর্থে ণিজন্ত ধাতু।

গ) বাংলা ভাষার প্রযোজক ধাতুগুলি নামে ণিজন্ত ধাতু হলেও প্রকৃত অর্থে ণিজন্ত ধাতু নয়।

ঘ) খ ও গ উভয়।


৪: বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোথায় মুদ্রিত হয়েছিল?

ক) বঙ্গীয় সাহিত্য পরিষদ খ) শ্রীরামপুর মিশন গ) ফোর্ট উইলিয়াম কলেজ ঘ) কোনোটিই নয়


৫: কর্মবাচ্যে রূপান্তরিত করার জন্য মূল ক্রিয়াপদকে কোন পদের রূপ দিতে হয়?

ক) বিশেষ্য পদ খ) বিশেষণ পদ গ) অব্যয় পদ ঘ) বিশেষ্য অথবা বিশেষণ পদ

৬: ষ্ণিক প্রত্যয় যোগে গঠিত শব্দগুলি সাধারণত যে পদ হয়:

ক) বিশেষ্য পদ খ) বিশেষণ পদ গ) সর্বনাম পদ ঘ) কোনোটিই নয়




৭: উদ্দেশ্যের প্রসারক পদগুলি বাক্যের কোন গুচ্ছের অন্তর্গত হয়?

ক) ক্রিয়াগুচ্ছ খ) ক্রিয়াবিশেষণগুচ্ছ গ) বিশেষ্য গুচ্ছ ঘ) কোনোটিই নয়


৮: সম্বোধন পদ বাক্যের যে গুচ্ছের অন্তর্গত হয়, তা হল

ক) বিশেষ্য গুচ্ছ খ) ক্রিয়া গুচ্ছ গ) ক্রিয়াবিশেষণ গুচ্ছ ঘ) কোনোটিই নয়


৯: বাংলা ব্যাকরণে ভাববাচ্যকে কতগুলি শ্রেণিতে বিভক্ত করা য়ায়?

ক) ১  খ) ২  গ) ৩  ঘ) ৪


১০: "শচীনের খেলা সবাইকে মুগ্ধ করেছে।" এই বাক্যে কোন ধরনের সম্বন্ধ পদের ব্যবহার রয়েছে?

ক) কর্তৃ সম্বন্ধ  খ) কৃতি-কারক সম্বন্ধ  গ) কর্ম সম্বন্ধ  ঘ) উপমা সম্বন্ধ 

১১: "লোকটাকে মোক্ষম জবাব দেওয়া হয়েছে।" 'মোক্ষম' শব্দটি উৎসগত ভাবে 

ক) তৎসম খ) তদ্ভব গ) অর্ধতৎসম ঘ) বিদেশি (আরবি: মহ্‌কম)


১২: কোনটি পরাগত সমীভবন?

ক) পদ্দ  খ) দুগ্গা গ) চন্নন ঘ)মোচ্ছব


১৩: 'স্পুনারিজম' পরিভাষাটি যে পরিভাষার সঙ্গে সম্পৃক্ত, তা হল:

ক) সমীভবন খ) লোকনিরুক্তি গ) বিপর্যাস ঘ) বিষমচ্ছেদ


১৪: মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন নয় কোন ভাষাটি?

ক) পৈশাচী প্রাকৃত খ) পালি গ) মাগধী প্রাকৃত ঘ) ব্রজবুলি


১৫: স্বতোনাসিক্যীভবনের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় বাংলা ভাষার কোন উপভাষায়?

ক) রাঢ়ি খ) বঙ্গালি গ) ঝাড়খণ্ডি ঘ) বরেন্দ্রী




১৬: "হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে।" চিহ্নিত পদদুটি যথাক্রমে

ক) সম্বোধন পদ ও নিমিত্ত কারক

খ) সম্বোধন সূচক অব্যয় ও করণ কারক

গ) সম্বোধন পদ ও করণ কারক

ঘ) সম্বোধন পদ ও অপাদান কারক


১৭: "মানুষের বৃহদন্ত্র পরিপাক তন্ত্রের একটি অঙ্গ।" 'বৃহদন্ত্র' কোন সমাসের উদাহরণ?

ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস গ) বহুব্রীহি সমাস ঘ) নিত্য সমাস


১৮: সূর্যের সমার্থক শব্দ নয় কোনটি?

ক) তপন খ) দেবেশ গ) প্রভাকর ঘ) দিনকর


১৯: "বহ্বারম্ভে লঘুক্রিয়া।" প্রবাদটির নিকটতম অর্থ হল

ক) শুরু ও শেষের মধ্যে মিল না রেখে কাজ করা।

খ) বাড়াবাড়ি করে শুরু করেও সামান্য কাজ করা।

গ) বহু জন মিলে আরম্ভ করেও শেষ পর্যন্ত অল্প জনের টিকে থাকা।

ঘ) লঘু কাজের জন্য অনেক লোককে নিযুক্ত করা।


২০: কোন সন্ধিবিচ্ছেদটি ঠিক নয়?

ক) সহ্য+আদ্রি = সহ্যাদ্রি

খ) কুল + অটা = কুলটা

গ) অনুমতি+অনুসারে = অনুমত্যনুসারে

ঘ) বমন+ইচ্ছা = বমনেচ্ছা

নিচে বাম দিকে শেয়ার বাটনে টাচ করে প্রশ্নপত্র বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ও কমেন্ট সেকশনে কমেন্ট করে মতামত জানান।

মন্তব্যসমূহ

অরিজিৎ জানা বলেছেন…
প্রশ্ন গুলো খুব ভালো হয়েছে। ধন্যবাদ।

আর‌ও পড়ে দেখুন

ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ | উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনের শ্রেণিবিভাগ

স্বরধ্বনির উচ্চারণ স্থান

অভিশ্রুতি কাকে বলে?

অপিনিহিতি কাকে বলে

মূলধ্বনি বা ধ্বনিমূল ও সহধ্বনি | স্বনিম কাকে বলে

নাসিক্যীভবন কাকে বলে | Nasikyibhaban o binasikyibhaban

বর্ণ বিশ্লেষণ করার নিয়ম | Barna bislesan Bengali

ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য